Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারন দায়িত্ববলি

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বঃ উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রীয় সরাকারের প্রতিনিধিত্ব করেন এবং তিনি উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারের নির্বাহী কর্মকর্তা হিসেবে নিম্নোক্ত দায়িত্ব পালন করেন: # জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করা। # উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের উন্নয়ন মূলক কাজের সমন্ময়ে সহায়তা করা। # উপজেলা পর্যায়ে সমন্মিত কর্মসূচী প্রনয়ন এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সহায়তা করা। # আবশ্যক ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা প্রয়োগের ব্যবস্থা করা। # অধস্তন অফিসারের বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখা। # প্রাকৃতিক দুর্যেগ কালে খাদ্যসহ রিলিফ সামগ্রী গ্রহণ,বিতরন ও মজুদকরণসহ জরুরি দায়িত্ব পালন। # প্রটোকল দায়িত্ব পালন করা।